মেহেরপুরে ৩ টি স্পটে ১৮ দলীয় জোটের অবরোধ। ককটেল বিষ্ফোরণ।

মেহেরপুরে ৩ টি স্পটে ১৮ দলীয় জোটের অবরোধ। ককটেল বিষ্ফোরণ।

OLYMPUS DIGITAL CAMERA১০ম সংসদ নির্বাচনের তফশিল ঘোষনাকে প্রত্যাখান, জেল-জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফা ৭২ ঘন্টা অবরোধের ৩য় দিনে মেহেরপুরের অবরোধ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের মধ্যে দিয়ে চলছে।
আজ সোমবার সকাল ৭ টার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দিনদত্ত বিজ্রuvs131201-003 থেকে শুরু করে রারাদি পর্যন্ত গাছের গুড়ি, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ১৮ দলীয় নেতা কর্মীরা। দিনদত্ত বিজ্রে জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন, বিএনপি নেতা আলীমের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ১৮ দলীয় নেতা কর্মীরা । এসময় একই স্থানে মহিলা জামায়াতের নারী কর্মীরা একটি লাঠি মিঠিল মিছিল বের করে। পরে তারা সড়কের উপর বসে পড়ে অবরোধ কর্মসূচী পালন করে।। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা অবরোধ তুলে দেয়। বিজিবি ঘটনাস্থল ত্যাগ করলে সাড়ে নয়টার OLYMPUS DIGITAL CAMERAদিকে সড়কে গাছ কেটে ফেলে আবারো অবরোধ করে নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি ও পুলিশ গাছের গুড়ি সরিয়ে দেয়। এদিকে অবরোধের তৃতীয় দিনের আগের রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শূকরকান্দী নামক স্থানে একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার গভীর রাতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।অন্যদিকে মুজিবনগর সড়কে বন্দরের মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারী ফারুক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির রহুল আমিনের নেতৃত্বে ১৮ দলের কর্মীরা লাটি শোঠা নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে সমাবেশ ১৮ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া পৌর কলেজ এলাকায় জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক , জামায়াতের OLYMPUS DIGITAL CAMERAসহকারী সেক্রেটারী তারিক মোহাম্মদ সাইফুল ইসলামের, নেতৃত্বে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলীয় নেতাকর্মী। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়কযুগ্ম আহবায়ক ফয়েজ মোহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাকিম, পৌর জামায়াতের আমির মাহববুল আলম, জেলা জমায়াতের সহকারী সেক্রেটারী তারিক মোহম্মদ সাইফুুল, ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আমির গোলাম রসুল। অবরোধের শুরুর দিন থেকেই আন্তঃজেলা ও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মেহেরপুর সংবাদ রাজনীতি