মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের লাশ নিয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট।

মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের লাশ নিয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট।

p-350নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গভীপুরে হরিজন সম্প্রদায়ের লাশ মাটি চাপা দিতে না দেওয়ায় লাশ নিয়ে মেহেরপুর শহরে গতকাল সকাল ১০ দিকে বিক্ষোভ মিছিল করে হরিজন সম্প্রদায়। বিক্ষোভ শেষে তারা লাশ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অব¯স্থান ধর্ম ঘট করে । হরিজন সম্প্রাদায়ের নেতা শরজিৎ সাংবাদিকদের জানান, গভীপুর গ্রামের হরিজন সম্প্রদায়ের পন্ডিতের মেয়ে সাধনা (১৬) শনিবার সকালে অসুস্থ জনিত কারনে নিজ বাড়িতে মারা যায় । রাত ১০টার দিকে সাধনার লাশনিয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন গভীপুর গ্রামের শ্বশানে মাটি চাপা দিতে যায়। এসময় শ্বশানের লিজ গ্রহীতা একই গ্রামের রনজিত, ফরা আনছার ও হযরত আলী, ইছাখালি বিজিবি ক্যাম্পের সহয়তায় তারা লাশ মাটি চাপ বাধা দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে হরিজন সম্প্রদায় গতকাল সকালে মেহেরপুর শহরে সাধনার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল কওে ও জলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ধর্মঘট করে।
ইছাখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, হরিজন সম্প্রদায়ের লোকজন সাধনার লাশ নিয়ে ক্যাম্পর জমিতে মাটি চাপা দিতে আসলে আমরা বাধা দিই । মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেরপুর সংবাদ