মেহেরপুরে হরতালের ২য় দিনে  বিভিন্ন স্থানে সড়ক অবরোধ । বিক্ষোভ মিছিল ।

মেহেরপুরে হরতালের ২য় দিনে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ । বিক্ষোভ মিছিল ।

OLYMPUS DIGITAL CAMERAবিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালে মেহেরপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল,করেছে হরতাল জামায়াত – শিবিরের সমর্থনকারীরা। আজ সোমবার হরতালের দ্বিতীয় দিনে
জেলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, ট্রাক,SANYO DIGITAL CAMERA মোটরসাইকেল আলমসাধু ভাংচুর করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায় হরতাল সমর্থককারীরা । সকাল ৬ টার দিকে সদর উপজেলার মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে রাজনগরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা আঞ্চলিক প্রধান আব্দুল মতিন‘র, ছাত্র SANYO DIGITAL CAMERAশিবিরের সাবেক সভাপতি ও জামায়ত নেতা তারিখ মুহাম্মদ সাইফুল‘র নেতৃত্বে জামায়াত শিবিরের হাজার হাজার নেতাকর্মী লাঠি শোঠা নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ও ৭/৮টি পটকা বোমের বিফোরণ ঘটায় জামায়ত -শিবিরের হরতাল সমর্থকরা। তবে এতে কোন হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। একদিকে স্থানেOLYMPUS DIGITAL CAMERA মহিলা জামায়াতের কর্মীরাও সড়কে অবস্থান করে লাঠি ও ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করে। অপর দিকে দিনদত্ত বিজ্রের নিকট জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলামের নেতৃতে শত শত জামায়াত শিবিরের নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ।অন্যদিক মুজিবনগরের গৌরিনগরে ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী সড়ক অবরোধ করে বিক্সোব করেছে। এছাড়া মেহেরপুর – মুজিবনগর সড়কের বন্দরের মোড়ে জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন ও উপজেলা আমীর রুহুল আমিনের নেতৃত্বে বন্দরের মোড় সড়কের উপর শুয়ে পড়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকারীরা । হরতালের কারনে মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার যানবহন ছেড়ে যায়নি। সামান্য পরিমাণে ছোট ছোট যান -নছিমন, করিমন, আলগামন, অটোরিক্সা ও ব্যক্তিগত যানবহন চলাচল করছে। এদিকে হরতাল ঘিরে কোন ধরণের নাশকতা এড়াতে জেলা গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
মেহেরপুর সংবাদ রাজনীতি