মেহেরপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।। হরতাল প্রতিরোধের ঘোষণা॥

মেহেরপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।। হরতাল প্রতিরোধের ঘোষণা॥

map-2রবিবার বিকেলে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে বিএনপি, জামায়াত শিবিরে তান্ডবলীলা ও দেশ ধ্বংসের চক্রান্তকারী এবং অবৈধ হরতালের বিরুদ্ধে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম রসুলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর হোটেল বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী গোলাম রসুল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল রব বিশ্বাস, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ( ছোট), সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগ সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক বারীকুল ইসলাম লিজন। প্রতিবাদ সভায় এ্যাড. মিয়াজান আলী বলেন, মেহেরপুর জেলার প্রতিটি থানা, ইউনিয়ন, পৌরসভা, গ্রাম ও ওয়ার্ড কমিটি গঠন করে দেশবিরোধী বিএনপি, জামায়াত জোটকে প্রতিরোধ করতে হবে। হাজী গোলাম রসুল বলেন, রবিবার সকালে হরতালের সমর্থনে পিকেটাররা দুইজন সাংবাদিককে মোবাইল ফোনে ডেকে নিয়ে শহরের তাহের ক্লিনিকের সামনে দাড়িয়ে থাকা শ্যামলী পরিবহনে ভাংচুর সহ আগুন ধরিয়ে দিয়ে প্রকাশ্যে চলে যায়। যা ঔ দুই জন সাংবাদিকের ক্যামেরা বন্দী করা আাছে। তিনি পুলিশ প্রশাসনকে অবিলম্বে ঐ দুই জন সাংবাদিককে জিঞ্জাসাবাদ করে ফুটেজ দেখে আগুন লাগানো পিকেটারদের আটকের দাবী জানান। তা না হলে জেলা আওয়ামীলীগ বিএনএপি জামায়াতের যে কোন নৈরাজ্য ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা দিতে প্রস্তুত থাকবে। এছাড়াও ব্যবসায়ীদের সোমবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানান।
মেহেরপুর সংবাদ