মেহেরপুরে বেসরকারী টেলিভিশন একুশে টিভির  ত্রয়দশ প্রতিষ্ঠা  বার্ষিকী অনুষ্ঠিত।

মেহেরপুরে বেসরকারী টেলিভিশন একুশে টিভির ত্রয়দশ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।

OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কমঃ পরিবর্তনের অঙ্গীকাররের নিয়ে বেসরকারী টিভি চ্যানেল একুশেOLYMPUS DIGITAL CAMERA টিভি‘র ত্রয়দশ প্রতিষ্ঠা বার্ষিকী মেহেরপুরে পালিত হয়। এ উপলক্ষে আজসকাল সাড়ে ৮ টায় এক বনার্ঢ্য র‌্যালী সামসুজ্জোহা পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোলী পাবলিক প্রি ক্যাডেট একাডেমীতে শেষ হয়। র‌্যালীতে একুশে টিভির মেহেরপুর প্রতিনিধি ফারুখ হোসেন, জিটিভি  জেলা প্রতিনিধি ও মেহেরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি রফিকুল আলম, বিটিভি  জেলা প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন, আমাদের মেহেরপুরের সম্পাদক ও আমঝুপি রিপোটার্স ক্লাবের সভাপতি জাহির হোসেন চনচঞ্চল, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, দিগন্ত টিভি ও নয়া দিগন্তের প্রতিনিধি ওয়াজেদুল ইসলাম জেদু, বেশাখী টিভি ও মানব জমিনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, আন্দোলনের বাজারের জেলা প্রতিনিধি মেহের আমজাদ, ভোরের ডাক ও মাথাভাঙ্গার প্রতিনিধি মহাসীন, ইনকিলাবের প্রতিনিধি ফারুখ মল্লিক,আদের সংবাদের স্টাপরিপোটার ও ডি এন এ‘র জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, আমাদের সংবাদের মেহেরপুর অফিস প্রধানওআমাদের মেহেরপুরের বার্তসম্পাদক এম জাহিদ সহ একুশে টিভির দর্শক ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। র‌্যালী শেষে হোলী পাবলিক প্রি ক্যাডেট একাডেমীর প্রাঙ্গনে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন কেক কেটে একুশে টিভির ত্রোয়দশ প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক শুভ সুচনা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হেমায়েত উদ্দিন, পুলিশ সুপার মোফজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন একুশে টিভি হাটি হাটি করে তের বছরে পর্দাপন করল একেুশে টিভি বস্তুনিষ্ট সংবাদ ও রুচীশীল অনুষ্ঠান মালা পরিশেন করে অগণিত দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে । আগামীতেও একুশেটিভি তার সংবাদ ও অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবে।
OLYMPUS DIGITAL CAMERA
মেহেরপুর সংবাদ