মেহেরপুরে  বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সড়ক অবরোধ ॥ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ আটক-৮

মেহেরপুরে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সড়ক অবরোধ ॥ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ আটক-৮

OLYMPUS DIGITAL CAMERAজামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ প্রত্যাহার সহ সকল জামায়াত নেতার মুক্তির দাবিতে মেহেরপুরে বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল ৬টার দিকে সদর উপজেলা পিরোজপুর ইউনিনের রাজনগরে মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে জামায়াত শিবিরের কর্মীরা । পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল রাজনগর মোড় থেকে শুরু হয়ে বারাদি পর্যন্ত প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভOLYMPUS DIGITAL CAMERA মিছিলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সুরা সদস্য আব্দুল মতিন‘র নেতৃত্বে মেহেরপুর জেলা নায়েবে আমীর সিজারাজুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আমীর আলমগীর হোসেন তানশেন, পিরোজপুর ইউনিয়ন আমীর আল- আমিন,সহ জামায়াত শিবিরের শত শত নেতা কর্মী মিছিলে অংশ নেয়। এদিকে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজউদ্দীন খাঁনের নেতৃত্বে জামায়ত-শিবির নেতাকর্মীরা সকাল ৮টার দিকে মুজিনগরের দারিয়াপুর বাজারে মোটর সাইকেল র‌্যালি বের করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজউদ্দীন খাঁন সহ জামায়াতকর্মী শাহরিয়ার হোসেনকে (৪২) আটক করে মুজিবনগর থানা পুলিশ অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতেই মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৪ জামাত কর্মীকে আটক করেছে পুলিশ । আটককৃত অন্যরা হলেন, মুজিবনগর উপজেলা জামায়াতের সুরা সদস্য ও রোকন শাহরিয়ার হোসেন বুলেট, জামায়াত কর্মী মাদ্রাসার সহকারী সুপার শফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল মান্নান ও ফিরাতুল ইসলাম।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানিয়েছেন, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের আটক করা হয়েছে।
অপরদিকে হরতালের সমর্থনে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী সড়ক অবরোধ করে। সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে। তিন ঘন্টা পরে সকাল ৮টার দিকে অবরোধ তুলে নেয় জামায়াত-শিবির। সেখান থেকে অবরোধ শেষ করে চলে যাবার সময় আব্দুস সালাম ও আবুল কাশেম লিটন নামে ২ জামায়াত কর্মীকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ। এছাড়া মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবির কর্মীরা।
মেহেরপুর সংবাদ