মেহেরপুরে পুলিশের সাথে জামায়াত-শিবির সংঘর্ষের ঘটনায়  প্রায় ৬শ জনের নামে দুটি থানায় পৃথক  মামলা

মেহেরপুরে পুলিশের সাথে জামায়াত-শিবির সংঘর্ষের ঘটনায় প্রায় ৬শ জনের নামে দুটি থানায় পৃথক মামলা

MEHERPUR-1মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় হরতালের সমর্থনে সড়ক অবরোধকালে। জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেহেরপুর সদর ও মুজিবনগর থানয় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের উপ পরিদর্শক (এসআই) মধু সুদন বাদি হয়ে শুক্রবার দুপুরে মুজিবনগর থানায় মামলা করেন। জামায়াত শিবিরের ৯৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ শ জনকে আসামি করা হয়েছে। অপদিকে মেহেরপুর সদর থনার এস আই কামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে সদর উপজেলা বন্দর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে আজাদ হোসেনকে প্রধান আসামী করে ৩৪ জনের নাম উল্লোখ করে অজ্ঞাত আরোও ২শ জনকে আসামী করে মামলা দায়ের করেন য়ার নং-৩১
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় এ সংঘর্ষে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন সহ পুলিশের ৬ সদস্য আহত হন। পুলিশের গুলিতে শিবির কর্মী দেলোয়ার হোসেন নিহত এবং আরও ৭ জন গুলিবিদ্ধ হন। ওই দিনই আহত পুলিশের উপ পরিদর্শক আব্দুল মান্নানকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ওসি রবিউল হোসেনকে শুক্রবার সকাল এগারটার দিকে ঢাকা প্রেরণ করা হয়েছে। বাকিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে আত্মগোপন করেছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মেহেরপুর সংবাদ