মেহেরপুরে নানা  আয়োজনের মধ্যে দিয়ে চলছে বাংলা বর্ষবরন উৎসব

মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে চলছে বাংলা বর্ষবরন উৎসব


OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরে নানা আয়োজনের মধ্যেদিয়ে চলছে বাংলার নববর্ষ ১৪২০সালকে বরণ উৎসব  ১লা বৈশাখ 
নতুন বছর ১৪২০ সালকে বরণ করতে মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহণের জন্য ভোর থেকেই সকল শ্রেণীর মানুষ জড় হতে থাকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে। এরপর সকাল ৭টার দিকে বৈশাখী পোশাক  সজ্জিত মঙ্গল শোভাযাত্রাটি মেহেরপুর জেলা প্রশসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে সামসুজ্জোহা পার্র্কেp-342 শেষ হয়। মঙ্গল শোভযাত্রায়  মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, পুলিশ সুপার মোফাজ্জেল হোসন সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে পার্কের মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের  সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোফজ্জেল হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রমুখ। পরে জেলার বিভিন্ন শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।    ১০টার দিকে সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হয় গ্রামীণ  সাপ খেলা হাডুডু খেলা লাঠি খেলা, বানর নাচ  অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌরভার উদ্যেগে পৌর কার্যালয় ও মহিলা ক্লাবে  চলছে পান্তা উৎসব। এছাড়া বিকাল ৪টায় শিল্পকলা  একাডেমীতে শিশুদের মাঝে চিত্রাঙ্কন  প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে  ।OLYMPUS DIGITAL CAMERA
মেহেরপুর সংবাদ