মেহেরপুরে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফারুক মলি¬ক মানহানী মামলায় জামিন

মেহেরপুরে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফারুক মলি¬ক মানহানী মামলায় জামিন

Faruk Mullikঃ বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত থেকে দৈনিক ইনকিলাবের মেহেরপুর প্রতিনিধি ফারুক মলি¬ক শিল্পী আশরাফ মাহমুদের হয়রানী মূলক দায়েরকৃত মানহানী মামলায় জামিন পেলেন, যার মামলা নং সি.আর- ২৮৪/১৩, ধারা- ৫০০/৫০১/৫০৪/৫০৬(ওও) পেনাল কোড। মামলায় ফারুক মলি¬কের পক্ষে কৌশলী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. পল¬ব ভট্টাচার্য তরুন, জজকোর্টের সাবেক পি.পি প্রবীণ আইনজীবী এ্যাড. খন্দকার একরামুল হক হীরা ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন এবং বাদী পক্ষের কৌশুলী ছিলেন এ্যাড. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মেহেরপুর এর প্রকাশক ও সম্পাদক রশিদ হাসান খান আলু, মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশেন সভাপতি ও সাংবাদিক এম.এ হাসান সুমন, মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আল মামুন অনল। উলে¬খ্য, গত ০৫/০৮/১৩ ইং তারিখে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী বিভিন্ন সংগঠন ও সংগঠকদের অবমাননা করে শিল্পী আশরাফ মাহমুদ। এ ঘটনায় বিভিন্ন সংগঠন ও সংগঠকবৃন্দ তাকে অবাঞ্ছিত ঘোষনা করলে সংবাদটি দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়। এতে শিল্পী আশরাফ মাহমুদ ক্ষিপ্ত হয়ে ঐ সংবাদের প্রেক্ষিতে দৈনিক ইনকিলাব বরাবর প্রতিবাদলিপি প্রেরণ করেন এবং সাংবাদিক ফারুক মলি¬ককে প্রাণনাশের হুমকী দেন। প্রতিবাদ লিপিটি প্রকাশিত হওয়া সত্বেও আশরাফ মাহমুদ সাংবাদিক ফারুক মলি¬কের বিরুদ্ধে হয়রানী মূলক ৫০ লক্ষ টাকার মানহানী মামলা দায়ের করে। এই মামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিক মহল ক্ষোভে ফেটে পড়ে।
মেহেরপুর সংবাদ