মেহেরপুরে এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ । প্রতিবাদে  হামলা পাল্টা হামলা

মেহেরপুরে এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ । প্রতিবাদে হামলা পাল্টা হামলা

download-27-180x105মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে আওয়ামী লীগ কর্মীরা বাবুল হোসেন (২৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পিরোজপুর বাজারে এ ঘটনা ঘটে। এর জের ধরে জামায়াত-শিবির ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি ও প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে রাজনগর মোড়ে অবরোধ কর্মসুচীতে অংশ গ্রহন শেষে আলগামন যোগে বাড়ি ফিরছিলেন পিরোজপুর গ্রামের বাবুল হোসেন। ঘটনাস্থলে পৌছালে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার উপর হামলা চালায়। লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পিরোজপুর পুলিশ ক্যাম্প সদস্যদের হাতে সোপর্দ করে।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম সেলিম পরিচালিত বর্ণমালা প্রি-ক্যাডেটে হামলা চালায়। বিদ্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে বেলা পৌনে বারটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একই গ্রামের জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ি ও জামায়াত কর্মী মুনছুর আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও টান টান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে আহত বাবুলের চিকিৎসা দিয়ে সদর থানায় আনা হয়েছে। তবে তার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।
মেহেরপুর সংবাদ