মেহেরপুরের গাংনীর ফতাইপুর গ্রামে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১৪

মেহেরপুরের গাংনীর ফতাইপুর গ্রামে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১৪

timthumbপুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের ১৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেংগাড়া গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চার জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে রাজা মিয়ার সাথে ঈদের নামাজ পড়ার পর প্রতিবেশী চেংগাড়া গ্রামের শহিদুল ইসলামের গ-গোল হয়। এনিয়ে ঈদের দিন থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে চেংগাড়া গ্রামের মিন্টু মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রস্ত্র ও লাঠিসোটা নিয়ে সন্ধ্যায় চেংগাড়া বাজারে তাহাজ উদ্দীন পক্ষের লোকজনের উপর হামলা চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের হাসপাতালে প্রেরণ করে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।

মেহেরপুর সংবাদ