মুজিবনগরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত ।। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মুজিবনগরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত ।। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আব্দুল খালেক (৩২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক সোনাপুর গ্রামের দুলু মল্লিকের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী রাতে সীমান্তের ১০৬-১০৭ আন্তর্জাতিক সীমানা পিলারের মাঝামাঝি স্থানে গরু কিনতে যায়। এসময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল খালেককে তার সঙ্গীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, জমিতে সেচযন্ত্র পাহারা দিতে সীমান্তে গিয়েছিলেন খালেক। তখন বিএসএফ তাকে লক্ষ করে গুলি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক আনোয়ার জাহিদ। এদিকে এ হত্যা ঘটনায় মুজিবনগর সীমান্তের ১০৫ নং মেইন আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডর পর্যায়ে পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১ টায় শুরু হওয়া এই বৈঠেকে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পে দায়িত্বরত কোম্পানি 43-300x210কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৯ ব্যাটালিয়ন হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাম আবদার। মুজিবনগর ক্যাম্পে দায়িত্বরত কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল জানান,পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই বর্বরতার কৈফিয়ত তলব করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না এবং বাংলাদেশীরা যাতে আইন মান্য করে সীমান্তে চলাচল করে তার অনুরোধ করেন বিএসএফ প্রতিনিধি। সীমান্তে শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত  পোষণ করে।
মেহেরপুর সংবাদ