মুজিবনগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক  সীমান্ত এলাকায় পাকা সড়ক নির্মাণ সহ টহল জোরদার করতে দেশের সকল বিজিবি ক্যাম্পে মোটরসাইকেল সরবরাহ করা হবে

মুজিবনগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক সীমান্ত এলাকায় পাকা সড়ক নির্মাণ সহ টহল জোরদার করতে দেশের সকল বিজিবি ক্যাম্পে মোটরসাইকেল সরবরাহ করা হবে

নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজbgb 2 আহম্মেদ (পিএসসিজি) বলেছেন বাংলাদেশ-ভারতীয় সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ সহ অপরাধ কর্ম কমিয়ে আনতে পর্যায়ক্রমে দেশের সকল সীমান্ত এলাকা জুড়ে পাকা রাস্তা নির্মান করা হবে। সীমান্তে বিজিবি সদস্যদের টহল বাড়ানোর লক্ষে সবগুলো বিজিবি ক্যাম্পে এ মাসের মধ্যে মোটর সাইকেল সরবরাহ করা হবে। সোমবার বিকেলে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বিজিবি ক্যাম্পে স্থানীয় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল ফরিদ উদ্দিন, কুষ্টিয়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল করিম, চুয়াডাঙ্গা ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, মুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আমির খসরু সহ বিজিবি সদস্যরা। বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি মহাপরিচালক মেহেরপুরের মুজিবনগর বিজিবি ক্যাম্পে এসে পৌছান। তিনি ক্যাম্প পরিদর্শন শেষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও সংক্ষিপ্ত সফরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপে¬ক্স পরিদর্শন করেন।

মেহেরপুর সংবাদ