মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণে দক্ষতা উন্নয়ন কর্মশালা

মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণে দক্ষতা উন্নয়ন কর্মশালা

Tobacco, 09.07.13নিজস্ব সংবাদদাতা মেহেরপুর ৯ জুলাই ঃতামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার স্টেক হোল্ডারদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এইড ও আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে খুলনা বিভাগ ধূমপানমুক্ত করণ প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিভিন্ন পাবলিক প্লেস ও পরিবহন কর্তৃপক্ষসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কর্মশালায় আইনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এইড সহকারী প্রকল্প সমন্বয় অ্যাডভোকেট তন্ময় কুন্ডু। বক্তব্য রাখেন আশ্রয় পরিচালক এমএ হাসান সুমন, এইড প্রোগ্রাম অফিসার এমএ মিজান পারভেজ, মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক শেখ শফি উদ্দীন, মুজিবনগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকাদ্দেস হোসেন বক্তারা বলেন তামাক চাষ সংক্রান্ত নীতিমালা প্রনয়ন করা, সরকারী ভাবে তামাকজাত পন্য আমদানী নিষিদ্ধ করা, আইন সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন । অংশগ্রহনকারীগণ নিজ নিজ ফোরামে তামাকজাত পন্য ব্যবহারের কুফল তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেণ।
মেহেরপুর সংবাদ