মালয়শিয়ার বন্ধ দ্বার খোলার আশা

নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য মালয়শিয়ার শ্রমবাজার খোলার প্রস্তুতির পূর্বে চূড়ান্ত পর্যবেক্ষণ করতে দেশটির প্রতিনিধি দল আগামী ১১ সেপ্টেম্বর আসছে।

মালয়শীয় সরকারের পক্ষ হতে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার জানিয়েছেন।

মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এস সুব্রামনিয়ামের নেতৃত্বে মালয়শিয়ার প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিয়োগকর্তাদের প্রতিনিধিরাও থাকছেন।

উল্লেখ্য মালয়শিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো গত তিন বছর ধরে বন্ধ রয়েছে।

বিএমইটি মহাপরিচালক শামসুন নাহার জানান, বাংলাদেশের কর্মী পাঠানোর পদ্ধতি দেখতে তাদের (মালয়শিয়া) মানবসম্পদমন্ত্রী সফরে আসবেন। তাদের এ সফরে বাংলাদেশ ইতিবাচক সাড়া পাবে বলে তিনি মনে করেন।

এদিকে মালয়শীয় প্রতিনিধি দলের পর্যবেক্ষণের ক্ষেত্রগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

বাংলাদেশ