মামলা ও একাধিক অভিযোগ থাকলেও প্রকাশ্যই ঘুরছে গাংনীর সেই আলোচিত ময়নাল মেম্বর।

মামলা ও একাধিক অভিযোগ থাকলেও প্রকাশ্যই ঘুরছে গাংনীর সেই আলোচিত ময়নাল মেম্বর।

moynal member bariফারুক আহমেদ,আমদের মেহেরপুর ডট কম ঃ ২ টি মামলা ও একাধিক অভিযোগ থাকলেও প্রকাশ্যই ঘুরছে গাংনীর সেই আলোচিত ময়নাল মেম্বর। ছিনতাই সিন্ডিকেটের মূল হোতা ময়নাল মেম্বর কে রক্ষা করতে সম্প্রতি সময়ে ক্ষমতাসীন দলের এক নেতার বাড়িতে গোপন বৈঠক হওয়ার পর তিনি প্রকাশ্যই ঘুরছেন।
এব্যাপারে গাংনী থানার ওসি আলমগীর হোসেন বলেন তাকে পাওয়া যাচ্ছেনা। দেখা মাত্রই ময়নাল মেম্বর কে আটক করা হবে। অনৈতিক সুবিধা নিয়ে পুলিশ ম্যানেজ হয়েছে বলে সর্বত্রই গুঞ্জন শুরু হয়েছে। তবে পুলিশ অনৈতিক সুবিধা নেওয়ার কথা অস্বিকার করেছে। এদিকে ৭ এপ্রিল চুয়াডাঙ্গার জিবননগর থেকে জনৈক আব্দুল কুদ্দুসের ছিনতাই হওয়া ৪১২ বস্তা ভুট্টা ও সরোজগঞ্জের ৩৭০ বস্তা ভুট্টা গত ৯ এপ্রিল জীবননগর ও গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ষোলটাকা গ্রামের ময়নাল মেম্বরের বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয় যার নং ০৬ তাং ০৮.০৪.১৩ ইং। ভুট্রা উদ্ধারের ঘটনা জানাজানি হলে তার কোটি টাকার মালিক হওয়ার কাহিনী এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কয়েকদিনের জন্য পলাতক থাকলেও এখন প্রকাশ্যই ঘুরছে বলে প্রত্যক্ষার্দীরা জানিয়েছেন। অপরদিকে গাংনী থানায় ৭ লক্ষাধিক টাকা মসুরী ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের হয় যার নং ১৫ তাং ১৩.০৪.১৩। এছাড়া আরো কয়েকটি অভিযোগ গাংনী থানায় তদন্তাধীন বলে ওসি আলমগীর হোসেন জানান। এছাড়া ম্যাগনেট ও স্বর্নের মূর্তির ব্যাবসার আড়ালে দীর্ঘ্যদীন ধরে প্রতারনা করে আসছে ময়নাল মেম্বর। সম্প্রতি সময়ে ফরিদপুর ও বগুড়া জেলা থেকে স্বর্নের মূর্তি ক্রয় করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছেন বলে সূত্র জানিয়েছেন।
মেহেরপুর সংবাদ