ভারতে নিহত মেহেরপুরের শৈলমারী গ্রামের শফিকুলের লাশ ফেরত

ভারতে নিহত মেহেরপুরের শৈলমারী গ্রামের শফিকুলের লাশ ফেরত

ভারতে দুর্বৃত্তদের হাতে নিহত মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শৈলমারী গ্রামের শফিকুল ইসলামের (২৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে কাথুলী সীমান্তের ১৩৩ নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ এস পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের পর লাশ গ্রহন করে বিজিবি।
বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে তিনি লাশ গ্রহন করে সদর থানা পুলিশের এসআই দুলু মিয়ার কাছে হস্তান্তর করেছেন। মেহেরপুর জেlas_26-180x119নারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ডাকাতি, অস্ত্র বিস্ফারক ও অপহরন সহ চারটি মামলার আসামি হয়ে ৭/৮ মাস আগে ভারতের মুরুটিয়া থানার কাকজীপাড়া এলাকায় আত্মগোপন করেন শৈলমারী গ্রামের বাবু মিয়ার ছেলে শফিকুল ইসলাম। সেখানে স্থানীয় কিছু চরমপন্থির সাথে তার বিরোধের জের গত মঙ্গলবার রাত নয়টার তাকে গলায় ফাঁস দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
মেহেরপুর সংবাদ