ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সি সি আই সভাপতির হল মার্কের অর্থ কেলেঙ্কারির সহিত জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার দাবী –

 ।আজ সকালে মতিঝিল এফ বি সি সি আই ফেডারেশন ভবনে এক সাংবাদিক সম্মেলনে দেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সি সি আই সভাপতি এ কে আজাদ হল মার্কের অর্থ কেলে্কংারীর সহিত জড়িত সোনালী ব্যাংকের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার দাবী করেন । ব্যাবসায়ীদের এই শীর্ষ সংগঠন মনে করে অর্থ কেলে্কংারীর সহিত জড়িত সোনালী ব্যাংকের এ সকল অসাধু কর্মকর্তাদের অপরাধ অনুসন্ধান ও দৃষ্টান্তমূলক শাস্তি  না দিলে ব্যাংক কর্মকর্তারা সহ সমাজে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়বে অনেকে

এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জড়িত থাকার বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি। হলমার্ক সম্পর্কিত কোনো নথি পরিচালনা পর্ষদে ওঠেনি। তাই আমরা সরাসরি পরিচালনা পর্ষদকে দায়ী করছি না। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে এসব কাজ হয়েছে। এর পরও তদন্তে যদি পরিচালনা পর্ষদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
রাষ্ট্র মালিকানাধীন ও বেসরকারি সব ব্যাংকের নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা, অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের সব ব্যাংক হিসাব জব্দ করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদার করা এবং নিরীক্ষা ও পরিদর্শন দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

 

বাংলাদেশ