বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনাকে ঠেকাতে মেসির উপর   নজরদারী  উরুগুয়ের

বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনাকে ঠেকাতে মেসির উপর নজরদারী উরুগুয়ের

উরুগুয়েকে ২০১০ বিশ্বকাপের শেষ চারে তোলার পর আর্জেন্টিনাকে তাদেরই মাঠে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতানো তাবারেজের কাছে হিসাবটা তাই পরিষ্কার, ‘আর্জেন্টিনা দলটা মেসিকে কেন্দ্র করেই থাকবে, ওরা নিশ্চিত করতে চাইবে মেসি যেন তার সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে পারে। ফলে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। মেসির পায়ে বল পাঠানোর জন্য আর্জেন্টিনা যা কিছু করবে আমাদের ঠিক এর উল্টো করতে হবে। মেসি বল পাওয়ার পর ওকে মার্ক করতে হবে।’

বাছাইপর্বে উরুগুয়ের শুরুটা ঠিক প্রত্যাশামতো হয়নি। সাত ম্যাচের মধ্যে মাত্র একটি হারলেও জিতেছেও মাত্র তিনটি। ১২ পয়েন্ট নিয়ে চারে আছে। পাঁচে থাকা চিলির পয়েন্টও ১২। ফলে স্বস্তি নেই। এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি যাবে ব্রাজিল বিশ্বকাপে। রয়টার্স।

খেলাধূলা