প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান আর নেই।

প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান আর নেই।

politics-al-zillur+rahman আমাদের মেহেরপুর ডট কমঃ প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান আর নেই। বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। তিনি ফুসফুসের সংক্রমনে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। আরও শোক প্রকাশ করেছেন আমাদের মেহেরপুর ডট কমের সম্পাদক জাহির হোসেন চনচল, বার্তা সম্পাদক এম জাহিদ, বিজ্ঞাপন প্রধান আকতারুজ্জামান, সিনিয়র রিপোটার ফারুখ আহমেদ, নয়নসহ ডট কম পরিবারের সদস্যবৃন্দ।

গত ১০ই মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয় জিল্লুর রহমানকে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এর আগের দিনই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে থেকে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর নেয়া হয়।জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেন।তার জন্ম ১৯২৯ সালের ৯ই মার্চ কিশোরগঞ্জের ভৈরবে।কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব  পালন করেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ ’৭৩, ’৮৬, ’৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ মেহেরপুর সংবাদ