পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনির অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা

পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনির অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা

চট্টগ্রামে37813_a1 নগরীর লালদিঘী মাঠে বুধবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ। অনুষ্ঠানে যোগ দিতে এসে মারামারিতে জড়িয়ে পড়েন যুবলীগের দুই গ্রুপের কর্মীরা।  প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় মঞ্চে বক্তব্য দিতে আসেন সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি। তার বক্তব্য রাখার সময় হঠাৎ পেছন দিকে যুবলীগের উত্তর ও দক্ষিণের দুই পক্ষের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হন। ঘটনার সময় দুই পক্ষই কেউ কাউকে অনুষ্ঠানে বসার জন্য জায়গা দিচ্ছিলেন না। একপক্ষ অপর পক্ষকে ধর ধর বলে বসার চেয়ার ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ভীড়ের মধ্যে চাপা পড়ে আহত হন অনেকে। প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, আওয়ামী লীগকে ভোট না দিলে দেশ আবারও হাওয়া ভবনের সিন্ডিকেটের কবলে পড়বে। তিনি বলেন, ‘দেশ বাঁচাতে শেখ হাসিনাকে ভোট দিন। অন্যথায় বোমা হামলার দৃশ্য সবাইকে দেখতে হবে।’ তিনি আরও বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিতে হবে। আজিজ মার্কা নির্বাচন কমিশনার আর দেখতে চায় না দেশবাসী। জঙ্গিবাদের বীজ ছড়িয়ে পড়েছিল তাতে কারও বাঁচা সম্ভব ছিল না। সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।’ অনুষ্ঠানে দিপু মণি ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ