নাফিস   কুটনৈতিক সহায়তার  প্রস্তাব প্রত্যাখান করেছে  -–মার্কিন রাষ্ট্র্রদুত

নাফিস কুটনৈতিক সহায়তার প্রস্তাব প্রত্যাখান করেছে -–মার্কিন রাষ্ট্র্রদুত

আমাদের মেহেরপুর ডট কম ঃ

আজ শনিবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  নাফিসকে কূটনৈতিক সহায়তা দেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা  বলেন।- তাঁকে কূটনৈতিক সহায়তার প্রস্তাব দেওয়ার পরও নাফিস তা প্রত্যাখ্যান করেছেন।  তিনি যুক্তরাষ্ট্রের দাতব্য সেবা সংস্থা ‘স্মাইল ইউএসএ’ পরিচালিত সপ্তাহব্যাপী বিনা মূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পসহ সিআরপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে এখানে আসেন।

তিনি আরও বলেন- মতের ভিন্নতা থাকতে পারে; কিন্তু সংলাপের মাধ্যমে সব সমাধান করতে হবে, সংঘাতের মাধ্যমে নয়। আমরা সংঘাতে বিশ্বাস করি না।’ ‘বাংলাদেশের আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা মনে করি। এ জন্য সব রাজনৈতিক দলকে সংলাপে বসা প্রয়োজন।

আন্তর্জাতিক