দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না–তরিকুল ইসলাম

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না–তরিকুল ইসলাম

 আমাদের মেহেরপুর ডট কমঃ বিএOLYMPUS DIGITAL CAMERAনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সরকরের উদ্দেশ্যে বলেছেন, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। দেশ যদি না বাঁচে কারো জন্যেই ভাল হবে না। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মেহেরপুর সামসুজ্জোহা পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, লড়াই সংগ্রাম করে তত্ববধায়ক সরকার আদায় করা হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে কোন নির্বাচন হবে না হতে দেয়া হবে না। সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের ঘাড়ে এক দলীয় প্রেতাত্মা ভর করেছে। বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় শাসন কায়েম করতে চাইছে। সম্পাদক মাহমুদুর রহমান কে অবরুদ্ধ রেখে এবং সংবাদ পত্র অফিসে আগুণ দিয়ে প্রমান করেছে সরকার গণমাধ্যমের কন্ঠ রোধ করতে চাই। শেয়ার বাজারের এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কুইক রেন্টালের নামে ৩০ হাজার কোটি টাকা লোপাট করেছে। দেশের কোটি কোটি টাকা লোপাটের কারণে বিশ্ব চোরের খ্যাতি পেয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ভাষা সংগঠক ও সাবেক এমপি আহম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আযোজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মেহেরপুর সংবাদ রাজনীতি