তবুও চলছে মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকের কার্যক্রম

তবুও চলছে মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকের কার্যক্রম

gagni mapআমাদের মেহেরপুর ডট কমঃ সম্প্রতি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরও বীর দর্পে চলছে রাজা ক্লিনিকের কার্যক্রয়।এদিকে রাজা ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকশ হওয়ার জেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে।মেহেরপুরের সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, রুগির মূত্যু,অদক্ষ কর্মি দিয়ে ল্যাব,প্যাথলজি,এক্্ররে বিভাগ চালানোর অভিযোগে ব্যবস্থা নেয়া হচ্ছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম জানান,সম্প্রতি সময়ে রাজা ক্লিনিক প্রসঙ্গে সংবাদ প্রকাশ হওয়ার পর খুব শিগ্রই আইনী ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে। এদিকে ডাক্তার পারভিয়াস হোসেন রাজার কোন সার্জারী ডিগ্রী না থাকলেও দেদারচে চলাছে সিজারিয়ান সহ নানা অপারেশন। অপরদিকে অবৈধ ভাবে মাত্র ১০ বেডের অনুমতি নিয়ে ৩০ বেডের কার্যক্রম চালানোর কারনে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে। রাজস্ব আদায়ে মেহেরপুরের রাজস্ব বিভাগ রাজা ক্লিনিক সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে। তাছাড়া রাজা ক্লিনিকের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের ম্যানেজ করতে কয়েকজন রাজনৈতিক নেতার কাছে দেনদরবার শুরু করেছে রাজা ক্লিনিক কর্তৃপক্ষ।
মেহেরপুর সংবাদ