গাংনীর ময়নাল মেম্বরের নামে এবার চুরি ছিনতাই ও প্রতারনার মামলা। প্রশাসনকে ম্যানেজ করতে ক্ষমতাসীন দলের এক নেতার বাড়িতে গোপন বৈঠক।

গাংনীর ময়নাল মেম্বরের নামে এবার চুরি ছিনতাই ও প্রতারনার মামলা। প্রশাসনকে ম্যানেজ করতে ক্ষমতাসীন দলের এক নেতার বাড়িতে গোপন বৈঠক।

moynal member bariআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আদম ব্যবসায়ী, ম্যাগনেট প্রতারক চক্র ও আন্তঃজেলা ছিনতাই সিন্ডিকেটর মূল হোতা ময়নাল হোসেনের নামে এবার চুরি ছিনতাই ও প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। আরো কয়েক টি এজাহার দায়ের করা হয়েছে বলে গাংনী থানা সূত্র জানিয়েছে। গত ৭ এপ্রিল চুয়াডাঙ্গার জিবননগর থেকে ছিনতাই হওয়া ৮১২ বস্তা ভুট্রা ময়নাল হোসেনের গোডাউন থেকে গাংনী ও জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে। এরপর থেকে ময়নাল হোসেন পলাতক রয়েছে। এদিকে গাংনীর সেই ছিনতাইকারী জনপ্রতিনিধি ময়নাল মেম্বর যেভাবে কোটিপতি শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর এলাকায় চাঞ্চল্য’র সৃষ্টি হয়েছে। অপরদিকে ময়নাল হোসেন প্রশাসনকে ম্যানেজ করতে ক্ষমতাসীন দলের এক নেতার বাড়িতে প্রতিনিয়ত গোপন বৈঠক করছে বলে গুঞ্জন উঠেছে। তবে গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, সে যেখানেই বৈঠক করুক না কেন তাকে দেখা মাত্রই গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের উপর পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
মেহেরপুর সংবাদ