গাংনীতে পরিক্ষার ফিস ও বেতন দিতে না পারায় পরিক্ষার হল থেকে এক ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ

গাংনীতে পরিক্ষার ফিস ও বেতন দিতে না পারায় পরিক্ষার হল থেকে এক ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ

gagni mapআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষার ফিস ও বেতনের টাকা দিতে না পারায় পরিক্ষার হল থেকে দশম শ্রেনীর এক ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে,পার্শবর্তী আলমপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ছুম্মা খাতুন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রবিবার দশম শ্রেনীর ইংরাজি ১ম পরিক্ষা দিতে আসলে ফিস ও বেতন না দেওযার অভিযোগে তাকে পরিক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। ছুম্মার পিতা আনোয়ার হোসেন জানান, বেতন মওকুপের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবদেন করার পরও মেয়ে কে পরিক্ষায় অংশ নিতে দেওয়া হয়নী। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান,ছুম্মার পিতা আনোয়ার হোসেন বেতন মওকুপের জন্য ম্যানিজিং কমিটির কাছে আবদেন করেছে। কিন্তু তার আবেদন পত্র স্কুলে নেই। পরিক্ষার ফিস বাবদ ও বেতনের জন্য টাকা চাইলে ছুম্মা নিজেই স্কুল ছেড়ে চলে যায়। তাকে কেউ বের করে দেয়নী।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলীর সাথে যোগাযোগ করতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নী।
মেহেরপুর সংবাদ