ঈদের ‘ইত্যাদি’তে কণা-হৃদয়ের নাচ

ঈদের ‘ইত্যাদি’তে কণা-হৃদয়ের নাচ

64134_e1‘ইত্যাদি’র নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। তাই প্রতিবারই চেষ্টা করা হয় এ নাচটির মিউজিক, নাচের মুদ্রা, বিষয় এবং চিত্রায়ণ, সর্বোপরি শিল্পী নির্বাচনে বৈচিত্র্য আনতে। এবারও রয়েছে সেই চেষ্টাটি। এবারের ঈদে ‘ইত্যাদি’র এ নৃত্যে কোন নৃত্যশিল্পী নয়, অংশগ্রহণ করেছেন দু’জন সংগীতশিল্পী। এরা হচ্ছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কণা ও হৃদয় খান। তাদের সঙ্গে রয়েছেন অর্ধশত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল ও মামুন। প্রতি বছরই ঈদ ‘ইত্যাদি’র এ নাচটির জন্য নতুনভাবে মিউজিক তৈরি করা হয়। ক্লাসিক্যাল ও আধুনিক মিলিয়ে নাচের মিউজিক কম্পোজিশনেও বেশ মুন্সিয়ানা থাকে। মিউজিক অনুযায়ী নাচটিও ক্লাসিক্যাল ও আধুনিক নৃত্যের সংমিশ্রণে ব্যতিক্রমী হয়। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, ‘ইত্যাদি’র এবারের এ নাচটি দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেবে। সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, এ নাচটি তার চেয়ে ব্যতিক্রম। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। শিল্পীরাও নাচলেন প্রথম এবং নেচেছেনও দুর্দান্ত।
বিনোদন