আমি আল্লাহর দ্বীনের উদ্দেশে আমার জীবন কুরবান করার জন্য সর্বদা প্রস্তুত আছি- আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি—

আমি আল্লাহর দ্বীনের উদ্দেশে আমার জীবন কুরবান করার জন্য সর্বদা প্রস্তুত আছি- আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি—

64260_mujahid আমি আল্লাহর দ্বীনের উদ্দেশে আমার জীবন কুরবান করার জন্য সর্বদা প্রস্তুত আছি।  সরকার রাজনৈতিক প্রতিহিংসার করণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে শাস্তির ব্যবস্থা করেছে তার জন্য আমি মোটেই বিচলিত নই।  আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তনের কোন সাধ্য কারো নেই। সুতরাং ফাঁসির আদেশে কিছু যায় আসে না। আমি মৃত্যুদন্ডে ঘোষণায় উদ্বিগ্ন নই।’  কখন, কার,, কিভাবে মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহ তায়ালা নির্ধারণ করেন ।’। সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, ডিফেন্স টীমের প্রধান ব্যারিষ্টার আবদুর রাজ্জাক, ইমরান-এ-সিদ্দিকী ও মতিউর রহমান আকন্দ। তিনজন আইনজীবী সাক্ষাৎ করতে গেলে  মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ  এসব কথা বলেন। ১৭ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর এই প্রথম আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

যে ৫টি অভিযোগে তাকে সাজা দেয়া হয়েছে তার প্রতিটি অভিযোগের ফ্যাক্টস্ এন্ড লিগ্যাল বিষয়সমূহ তুলে ধরে আপীলের প্রস্তুতি নেয়ার জন্য দিক নির্দেশনা দেন তিনি। বলেন, ‘আমি ট্রাইব্যুনালে সাক্ষীদের প্রদত্ত জনাববন্দী, জেরা ও আরগুমেন্ট অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনেছি। আমাকে ওসব মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করার কোন সুযোগ নেই। প্রসিকিউশন আমার বিরুদ্ধে আনীত কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। এই মামলার তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন, বাংলাদেশের কোথাও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত কোন অপরাধে কিংবা আল-বদর, শান্তি কমিটি, রাজাকার, আশ-শামস বা এই ধরনের কোন সহযোগী বাহিনীর সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল- এমন কোন তথ্য তিনি তার তদন্তকালে পাননি। এর পরও ট্রাইব্যুনাল আমাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। তিনি বললেন, আমি বিশ্বাস করি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সুপ্রীম কোর্টে মিথ্যা প্রমাণিত হবে এবং আমি জন|-গণের মাঝে ফিরে যাব।’

রাজনীতি