মেহেরপুরের গাংনী থেকে হেরোইন সহ শিশু আটক । তিনজনের নামে মামলা

মেহেরপুরের গাংনী থেকে হেরোইন সহ শিশু আটক । তিনজনের নামে মামলা

MEHERPUR GANGNI BABY TANJILUR PICমেহেরপুরের গাংনী উপজেলার ধলাগ্রাম থেকে ২ পুরিয়া হেরোইন সহ ৯ বছরের শিশুকে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধার আগে রংমহল সীমান্ত ক্যাম্পের সদস্যরা  শিশুটিকে আটক । আটক শিশুটি রংমহল গ্রামের শওকত আলীর ছেলে। সে রংমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর  মেধাবী ছাত্র। ৩২ বিজিবি রংমহল ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিজিবি ক্যাম্পের সামনে শিশু তানজিলুর রহমান যাওয়ার সময় বিজিবি’র সন্দেহ হয়। এসময় শিশু তানজিলুর রহমানের মাথায় থাকা ব্যাগ তল্লাসী করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক তানজিলুর রহমান জানান, ২ কেজি চাল নিয়ে আমার বোনের বাড়ি গাড়াবাড়িয়া গ্রামে যাচ্ছিলাম। পথের মধ্যে প্রতিবেশী মামা আজিজ শেখের ছেলে জোকার আমাকে কাগজে মোড়ানো একটা জিনিস পকেটে দিয়ে বলেছিল বাবা ধলার মোড়ের রক নামের একজন এটা তোমার কাছ থেকে নেবে। পথের মধ্যে বিজিবি আমাকে নিয়ে গাংনীতে এনেছে। ঘটনায় রাত ৮ টার সময় রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুছ বাদী হয়ে শিশু চতুর্থ শ্রেণীর ছাত্র তানজিলুর রহমানের বয়স  ১২ বছর দেখিয়ে তাকে ১ নং আসামী করে হেরোইনের মালিক রংমহল গ্রামের আজিজ শেখের ছেলে জোকার ও রক নামের আরো ১ জনসহ ৩ জনকে আসামী করে গাংনী থানায় মামলা করেছেন। মামলার নং ১৬, তারিখ-২৮-১০-১৩ ইং। ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১(ক)। মঙ্গলবার তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।

মেহেরপুর সংবাদ