অবশেষে মন্ত্রীর কথায় শুরু হল সড়ক মেরামতের কাজ ।

অবশেষে মন্ত্রীর কথায় শুরু হল সড়ক মেরামতের কাজ ।

আমাদের মেহেরপুর ডট কম

অবশেষে টনক নড়ল সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। দীর্ঘদিন ধরে যে ভাঙাচোরা সড়কের দিকে সওজের চোখ পড়েনি, মন্ত্রীর ধমকের পরই সেই সড়কে শুরু হয়েছে জোরেশোরে ঘষামাজার কাজ।
আজ রোববার সকালে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কেরানীহাট থেকে লোহাগাড়া অংশের বেহাল দশা দেখে ক্ষুব্ধ হন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যে অবহেলার কারণে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন। এক সপ্তাহের মধ্যে সড়ক মেরামতের জন্য তাগাদাও দেন মন্ত্রী। তিনি জানান, আগামীকাল সোমবার আবার ওই পথ দিয়েই তিনি ঢাকায় ফিরবেন।
মন্ত্রীর এ কথায় কাজ হয়েছে। টনক নড়েছে সওজের। আজ রোববার দুপুরে সওজের কর্মীরা শুরু করেছেন ভাঙাচোরা সড়কের ঘষামাজার কাজ। এ প্রসঙ্গে সওজের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মন্ত্রী মহোদয় কক্সবাজার থেকে আনোয়ারা হয়ে ফিরে যাবেন, তাই সংস্কারকাজ চলছে।’ তিনি কারণ দর্শানোর কথাও স্বীকার করেন।

বাংলাদেশ