অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি-জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার

অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি-জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার

34246_unরোববার সকালে জাতীয় প্রেসক্লঅবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) সংগঠনের সভাপতি মাঈনুল আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে  বলেন,জাতিসংঘ মনে করে, অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।নির্বাচন কবে নাগাদ হবে এটা ঠিক করতে হবে দুই দলকেই। তবে নির্বাচন যখনই হোক এখনই সংলাপ শুরু করতে হবে।

বর্তমান সংকটে দুই দলের মধ্যে সংলাপের ক্ষেত্রে বাইরের কেউ মধ্যস্ততা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে জাতিংসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলকেই এর সমাধান করতে হবে। বাইরের কেউ সমাধান করতে পারবে না। এজন্য দুই দলের ইচ্ছে ও উদ্যোগ থাকতে হবে। তবে দুই দল ও দুই নেত্রী চাইলে পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘ সহায়তা করতে পারে।

বাংলাদেশের সংকট সমাধানে নিয়ে জাতিংসংঘের কোন উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। তাই এটা নিয়ে কোন মন্তব্য করা যাচ্ছে না।তিনি আরও বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনের পর থেকে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের কাছে জাতিসংঘ এই আহ্বান জানিয়ে আসছে। আজকের দিনেও জাতিসংঘ একই আহ্বান জানাচ্ছে।সেক্রেটারি আঙ্গুর নাহার মন্টিসহ বিভিন্ন গণমাধ্যমের কূটনৈতিক রিপোর্টাররা এ মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ