৬ টি দেশ ভ্রমনের সুুযোগ পেয়েছেন গাংনী উপজেলা চেয়ারম্যান

৬ টি দেশ ভ্রমনের সুুযোগ পেয়েছেন গাংনী উপজেলা চেয়ারম্যান

oo-1আমাদের মেহেরপুর ডট কম ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী সেখ হাসিনা বিশ্বের গুরুত্বপূর্ণ ৬ টি দেশ ভ্রমনের সুযোগ করে দিয়েছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ একেএম শফিকুল আলম কে। সে কারনে তিনি গাংনীবাসির কাছে দায়বদ্ধ। তিনি এ সরকারের কাছেও চির কৃতঞতা প্রকাশ করেছেন। তিনি বিদেশ ভ্রমনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। গাংনী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল আহম্মেদ, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম সাকলাইন সেপু, যুবলীগ নেতা ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা সেন্টু ও বিপ্লব হোসেন প্রমূখ।মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে কর্মরত স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলমসহ দেশের ১৪ জন উপজেলা চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান ৬ টি রাষ্ট্রের স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের আহবানে ২ সপ্তাহের ভ্রমনে যাবেন। দেশগুলো হলো মালেশিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড, জার্মানী, চেক রিপাবলিকান ও অষ্ট্রিয়া। ওইসব দেশের স্থানীয় সরকারের কাঠামো ও কয়েকটি আর্ন্তজাতিক সেমিনারে যোগদান করবেন এসব উপজেলা চেয়ারম্যান। আগামী ২৫ মে রাত ৯ টা ৪৫ মিনিটে সময় বিমানযোগে তারা দেশ ত্যাগ করবেন।
মেহেরপুর সংবাদ