ভারতের ১৯২ রানের জবাবটা ভালভাবেই শুরু করলেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। ভারতের ১৯২ রানের জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করতে সমর্থ হয় তারা। এর আগে জয়ের জন্য পাকিস্তানকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে ভারত। পাকিস্তানের পকেআষ সর্বোচ্চ ৫৫ রান করেন হাফিজ। ভারতের অশোক ডিন্ডা নেন ৩টি উইকেট। আজ আহমেদাবাদে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯২ রান। পাকিস্তানের বিপক্ষে টি-২০তে ভারতের এটি সর্বোচ্চ রানের ইনিংস। যুবরাজ সিং সর্বোচ্চ ৭২ রান করেন। তিনি মাত্র ৩৬ বলে এ রান করেন ৭টি ছক্কার মারে। প্রথম ম্যাচে পাকিস্তান জয় পাওয়ায় সিরিজ ১-১এ শেষ হলো। পাকিস্তানের উমর গুলই নেন চারটি উইকেট।