হিলি হাড়িপুকুর সীমান্তে চোরাচালানীদের সাথে বিজিবি’র সংঘর্ষ-২২ রাউন্ড গুলিবর্ষণ

দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি সাংবাদিকদের জানিয়েছেন, রোববার ভোররাত সাড়ে ৪ টার দিকে হিলি হাড়িপুকুর সীমান্তের ২৮০/১০ এস এলাকা দিয়ে ৪০/৫০ জনের একটি চোরাচালান দল ফেন্সিডিলের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গেলে চোরাচালান চক্রটি বিজিবিকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করে।

আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২২ রাউন্ড গুলি বর্ষন করে। চোরাচালানী চক্রটি এক বস্তা ফেন্সিডিল  ফেলে পালিয়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিজিবি’র অতিরিক্ত পরিচালক ।দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাড়িপুকুর সীমান্তে চোরাচালানীদের সাথে বিজিবি’র সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিজিবি।

বাংলাদেশ