মেহেরপুরে বিভিন্ন স্থানে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। একটি সার্কাসের হাতি নিয়ে রাস্তায় স্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, আলগামন, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
গাংনী উপজেলার বামুন্দি বাজারে দি রওশন সার্কাস সার্কাসের একটি হাতি নিয়ে মাহুত আরিফ হোসেন বিভিন্ন গ্রাম ও শহরে ঘুরছেন। দোকান কিংবা বাড়ির সামনে হাতি নিয়ে টাকা দাবি করছেন। গাংনী শহরের নসিলা ড্রাগ হাউজের সত্বাধীকারী শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে হাতির পিঠে চড়ে মাহুত এসে টাকা দাবি করেন। তিনি ২০০ টাকা দিয়েছেন। এভাবেই গাংনী শহরের বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করেছেন ওই মাহুত।
জানতে চাইলে মাহুত আরিফ হোসেন জানান, হাতির খাবার ক্রয়ের জন্য মানুষের কাছে সহযোগিতা নেয়া হচ্ছে। চাঁদাবাজি করা হচ্ছে না