মেহেরপুরে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা

মেহেরপুরে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা

আমাদের মেহেরপুর ডট কম ঃ জামায়াতের ডাকা চতুর্থ দিনের হরতাল শুরু’র আগেই পিকেটিং করেছে মেহেরপুরের জামায়াত-শিবির কর্মীরা। তারা হরতালের সমর্থনে Meherpur Hartal Footage 18-07-13বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। রাস্তার ওপর গাছের ডালপালা ও গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় আমঝুপি ফার্মের সামনে থেকে দিনদত্ত ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিঃ মিঃ রাস্তার গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামাত-শিবিরের কর্মীরা । এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জে.আর পরিবহনের যাত্রী আলীম জানান, মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পরিবহন আটকা পড়ে এবং স্থানীয় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে রাস্তা ফাঁকা করে দেয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেছিল জামায়াত-শিবির। ঘটনাস্থলে পৌছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় হয়। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত।
মেহেরপুর সংবাদ