বিএনপি নেতৃত্বাদীন ১৮ দলীয় জোটের ডাকা আগামীকাল থেকে শুরু হওয়া ৮৪ ঘন্টা হরতাল সফল করতে গণসংয়োগ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর শহরের বিভিন্ন সড়কে গণ সংযোগ করেছে জেলা বিএনপি‘র নেতৃবৃন্দ। এসময় পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা তাঁতীদলের সম্পাদক মাসুদুল হাসান জুয়েল, মুজিবনগর উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সহ জেলা বিএনপি‘র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।