নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ শনিবার ৫টায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ হেলাল উদ্দীন ও মেয়ে সেতু হত্যার প্রতিবাদে আগামীকালের হরতাল সফল করার লক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। তিনি বলেন আওয়ামীলীগের দায়িত্বশীল নেতাদের নির্দেশে এই হত্যাকান্ড চালানো হয়েছে। ৭ দিনের মধ্যে এই হত্যাকান্ডের সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না হলে মেহেরপুর তথা মুজিবনগর উপজেলা অচল করে দেওয়া হবে। এ সময় বক্তব্য রাখন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগাঠনিক সাংগাঠনিক সম্পাদক, বাগোয়ান ইউপি বিএনপির সভাপতি ছাদ্দার আলী, সম্পাদক আবুল কাশেম, মহাজনপুর বিএনপির সম্পাদক আশরাফুল ইসলাম (কালু), মোনাখালী ইউপি সম্পাদক রায়হান কবির প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে আগামী কালের অর্ধদিবস হরতাল সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।