হরতালের বিরুদ্ধে মেহেরপুরজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরতালের বিরুদ্ধে মেহেরপুরজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াত ইসলামির ডাকা আগামী কালের হরতালের প্রতিবাদে মেহেরপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার p-2মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,জেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল । সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের রায় জনগনের প্রত্যাশা পূরন করেনি বলে জানান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ মিয়াজান আলী বলেন জামাত শিবির যেন হরতালের নামে জনসাধারণের জানমালের ক্ষতি ও চোরাগুপ্তা হামলা না করতে পারে সেদিকে ছাত্রলীগসহ আওয়ামীগীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জনান।

 

মেহেরপুর সংবাদ