‘হনুমান’ টুপিতে কান ঢেকে তুষারভূমে টলিউড

পুরাকালে হনুমানের লেজ থেকেই আগুন লেগেছিল লঙ্কায়। ডট কম যুগের হনুমান বরফের দেশে গিয়ে সেঁধোল!
সুমেরু মুলুকে বাংলা ছবি ‘হনুমান ডট কম’-এর শ্যুটিং আক্ষরিক অর্থেই ‘জমে’ গিয়েছে!
এখনই দিনের বেলা সাত ডিগ্রি তাপমাত্রা। কিন্তু সেটাও তেমন কিছু নয়। শীত কালে ভারতের অনেক শহরেই তাপমাত্রা এর চেয়ে নীচে থাকে। আসল ব্যাপারটা হল, খাস সুমেরু থেকে বয়ে আসা হাড় হিম করা হাওয়া। এসইউভি গাড়িগুলো পর্যন্ত খেলনার মতো কাঁপছে। ক্যামেরা বিভাগে মোটে তিন জন। তাঁদের সঙ্গেই ঠকঠক করে কাঁপছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কখনও সুমেরু সাগরের সামনে দাঁড়িয়ে শট দিচ্ছেন। কখনও বা লোকেশন বদলের সময়ে কলাকুশলীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্যুটিংয়ের যন্ত্রপাতি সরাচ্ছেন।
সবেতেই তিনি। কেন? প্রসেনজিৎ মুক্ত কণ্ঠে বলছেন, “আইসল্যান্ড যে একটা অত্যন্ত খরচসাপেক্ষ জায়গা, এটা সকলেই জানে। সুমেরু হাওয়ার দাপটে ভারী ওজনের গাড়ি পর্যন্ত দুলে ওঠে। আমি আসলে এই শ্যুটিংয়ের অভাবনীয় অভিজ্ঞতার সঙ্গে মনেপ্রাণে জড়িয়ে পড়েছি!”
বিনোদন