সড়ক দুর্ঘটনায় আহত শানু

সড়ক দুর্ঘটনায় আহত শানু

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। ২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে আহত হন শানু। দুর্ঘটনার পর কথা হয় শানুর সঙ্গে। বলেন, “জুয়েল শরীফের ‘বড় বাড়ি’ নাটকের শুটিংয়ের জন্য মানিকগঞ্জ যাচ্ছিলাম। গাড়িতে ড্রাইভার আর আমি ছিলাম। খুব ভোরে ঘুম থেকে ওঠার কারণে গাড়িতে ঘুম চলে আসে। আমিনবাজার আসার পর চলন্ত অবস্থায় হঠাৎ একটি ট্রাক আমাদের গাড়িকে পেছন থেকে অনেক জোরে ধাক্কা দেয়। এতে আমি বুকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পাই। অনেক ভয়ও পেয়েছি। দায়িত্বের কারণে ওই অবস্থায়ই আরেকটি গাড়ি নিয়ে শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিই।’ অভিনেত্রী আরো জানান, ট্রাকটির ধাক্কায় তাঁদের সামনে থাকা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক ও এর চালককে পুলিশ আটক করেছে। উল্লেখ্য, এবার বইমেলায় প্রকাশ পাচ্ছে শানারেই দেবী শানুর লেখা উপন্যাস ‘একলা আকাশ’ এবং শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’।

বিনোদন