‘সৌজন্য কপি চাওয়া বন্ধ করুন’

‘সৌজন্য কপি চাওয়া বন্ধ করুন’

‘শুরু হলো বইমেলা। ভালো বই কিনুন, ভালো বই পড়ুন। নতুন বইয়ের ঘ্রাণের মাদকতায় আবিস্ট হোন। উপহার দেওয়ার জন্যও কিনে রাখতে পারেন প্রচুর বই। সৌজন্য কপি চাওয়া কিংবা পাওয়া বন্ধ করুন, যারা এটা করেন আরকি।’

ওপরের বক্তব্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। অভিনয়ের পাশপাশি পড়াশোনার প্রতি তুমুল আগ্রহ এই অভিনেত্রীর। বইমেলায় যান নিয়ম করে, পছন্দের সব বই কেনেন। জ্যোতির পরিচিত গুণ্ডির অনেকেই লেখালেখি করেন।

তাদের বইও মেলায় গিয়ে কিংবা অন্য কোনো মাধ্যমে কিনে ফেলেন। কেননা সৌজন্য বা বিনামূল্যে বই নেওয়ার বিরোধী জ্যোতি। তাই তো নিজের ফেসবুক হ্যান্ডেলে সৌজন্য কপি চাওয়া বন্ধ করতে বললেন তিনি।

জ্যোতি নিজের ফেসবুকে লিখেছেন, ‘বোঝার চেষ্টা করুন এটা একটা ব্যবসা। বাণিজ্যমেলায় গিয়ে যেমন আপনি পরিচিত বন্ধুর স্টল থেকেও মাগনা কিছু চাইতে পারেন না, বইমেলার বিষয়টাও কিন্তু একই। আপনাদের শুভ ইচ্ছার উদয় হোক। সকল লেখক, প্রকাশককে শুভেচ্ছা।’

শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে কলকাতার ‘রাজলক্ষ্মী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনার এই ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি সংরক্ষিত সংসদ সদস্য পদের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন এই অভিনেত্রী।

বিনোদন