সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির রাজধানী মোগাদিসুর একটি শপিংমলে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মোগাদিসুতে স্থানীয় সরকারী অফিসের কাছে শপিং মলটি অবস্থিত। সেখানে পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে।
তারা জানায়, এ ঘটনায় অন্তত ১১ জনে প্রাণহানি ঘটেছে। নিহতরা সকলেই বেসামরিক লোক।
সূত্র : আল-জাজিরা