সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য জান্নাত আরা হেনরীকে দুদুকের জিজ্ঞাসাবাদ

সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য জান্নাত আরা হেনরীকে দুদুকের জিজ্ঞাসাবাদ

আমাদের মেহেরপুর ডট কম ডেস্ক ঃ  হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পদের হিসাব অনুসন্ধানের অংশ হিসেবে আজ জান্নাত আরা হেনরীকে দুদকের কার্যালয়ে ডাকা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে যান। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জান্নাত আরা হেনরী বলেছেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার দলের ভেতরেরই কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জান্নাত আরা হেনরী এ কথা বলেন।

বাংলাদেশ