আমদের মেহেরপুর ডট কমঃ মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন কান্ট্রি এডুকেশন ডিরেক্টর এলিজাবেথ পিয়ারলিজ । তিনি এই স্কুলকে একটি মডেল স্কুল হিসাবে তুলে ধরার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন। স্কুল ম্যানেজিং কমিটি ও সিজিসি এর সুষ্ঠু পরিচালনায় স্বাথ্য সেনিটেশন ও পরিক্ষার ফলাফল একটি মডেল হিসাবে এই স্কুলকে দাঁড় করিয়েছে।এই মডেলকে তুলে ধরার জন্য জেলার বিভিন্ন স্কুলকে ট্রেনিং দিয়ে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা করবে সেভ দি চিলড্রেন। পরিদর্শন শেষে ছোট্র মণিদের নিয়ে কিছু সময় কাটান ও তাদের কবিতা আবৃতি ও গান শুনে মুগ্ধ হন।এসময় উপস্থিত ছিলেন সেব দি চিলড্রেন মেহেরপুর শাকার সিনিয়র ম্যানাজার ফারুক হোসেন, ডিপিএম ইমপ্লিমেনটেশন ইমরান চেীধুরি, প্রোগ্রাম ডিরেক্টর ডঃ সাহানা, রিপোটার্স ক্লাব আমঝুপির সভাপতি জাহির হোসেন চনচল। সাংবাদিক আকতারুজ্জামান ,প্রধান শিক্ষক কিতাব আলী প্রমুখ