সিরিজ জয়ের সঙ্গে কাঁটাও থাকছে ধোনির জন্য

টেস্ট জয়ের নিস্তরঙ্গ উপকুলে যে শেষ বেলায় এমন ছোটখাটো সুনামি আছড়ে পড়বে, অতি বড় ক্রিকেটবোদ্ধাও বোধহয় ভাবতে পারেননি। কে-ই বা বুঝেছিল, একপেশে সিরিজে শিরশিরে উত্তেজনা ফিরিয়ে আনবে ভারতীয় ব্যাটিং?
দুপুর তিনটে নাগাদ চিন্নাস্বামী প্রেসবক্সের লাগোয়া সিঁড়ি দিয়ে চিন্তিত মুখে নামছিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য থেকে ছোট্ট ব্রেক। চিন্তিত কেন? না, স্কোরবোর্ডে ততক্ষণে ধোনিদের জন্য অশনিসঙ্কেত। চারটে গিয়েছে, হাতে আর ছ’টা, চাই আরও একশোর কাছাকাছি রান। টার্গেট ২৬১। শাস্ত্রী চায়ের কাপে চিনি মেশানোর সময় পেলেন না, টিভিতে কিউয়িদের চিলচিৎকারে ঘুরে তাকাতে হল! কী ব্যাপার? না, রায়না আউট! বাঁ-হাতির স্টাম্প মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ভারত ১৬৬-৫! যা দেখে প্রাক্তন ভারত অধিনায়কের চোখ রীতিমত বিস্ফারিত। মুখ থেকে শুধু অস্ফুটে বেরোল, “সর্বনাশ। এ বার কে বাঁচাবে?” তার পর নিজেকে একটু সামলে সংযোজন, “তবু বিরাট, ধোনি আছে। এখনও জেতা উচিত।”
খেলাধূলা