সাহিত্যে নোবেল পেলেন চীনা লেখক মো ইয়ান

সাহিত্যে নোবেল পেলেন চীনা লেখক মো ইয়ান

আমাদের মেহেরপুর ডট কম

এবার সাহিত্যে লোক গাথা ইতিহাস ওসমসাময়িক বাস্তবতাকে সাহিত্যের পাতায় সুনিপন ভাবে তুলে ধরে সুইডিশ নোবেল বিজয়ী হলেন চীনা লেখক মো ইয়ান ।সুইডিম একাডেমী তার কাজের ফশংসা করেছে কঠিন বাস্তবতাকে সাহিত্যের পাতায় ভাষার প্রয়োগ পাঠককে মোহিত তরবে ।বিবিসি তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন ৫৭ বছর বয়নী মো ইয়ান অজ বৃহস্পতিবার সুইডিশ নোবেল পুরস্কারের আসরে ১০৯তম লেখক হিসাবে নেবেল বিজয়ী হলেন ।নোবেল ফাউনডেশন এ পুরস্কারের মূল্য বাংলাদেশী মুদ্রয় প্রায় ৯ কোটি ৭৪ লাখ টাকা ।

আন্তর্জাতিক