নয়ন,আমাদের মেহরপুর ডট কম ঃ সারাদেশে জামায়াত শিবিরের সহিংস তান্ডব, শহীদ মিনারে ভাংচুর, জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেএকই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, ডেপুটি কমন্ডার মতিয়ার রহমান শেখ লোকমান হোসেন প্রমুখ। মিছিলে জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা মিছিলে অংশ নেয়।