আমাদের মেহেরপুর ডট কম ঃ সাভার ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্বরণে মেহেরপুরে প্রেসক্লাবের সামনে ৩মিনিটি নিরবতা পালন করেছে সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার মৃতিকাগ্র“প থিয়েটারের উদ্যেগে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা ১৫ মিনিটি থেকে ১০টা ১৮ মিনিটি পর্ষন্ত নিহতদের স্বরণে তিন মিনিট নিরবতা পালন করা হযেছে। এসময় নিরবতা পালনে অংশগ্রহণ করে স্কুল কলেজের ছেলে / মেয়েরা সহ সকলস্তরের মানুষ। নিরবতা পালনে সময় সকলে হাতে কালো কাপুড় বেধে অংশগ্রহণ করে।