ফারুক আহমেদ,অমাদের মেহেরপুর ডট কমঃ সাভারের রানা প্লাজার বিভিন্ন গার্মেন্টেসে কর্মরত মেহেরপুরের ৩ জন উদ্ধার হলেও ৬ নারী পুরুষ এখনো নিখোঁজ রয়েছে । উদ্ধার হওয়া তিনজনেই চিকিৎসাধীন রয়েছে সাভাররের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।নিখোঁজের মধ্যে রয়েছেন,গাংনী উপজেলার ধলা গ্রামের সাদিকুর রহমান সাদীর মেয়ে মেরিনা আখতার (১৭),গাংনী পৌর শহরের মাদ্রসা পাড়ার মহিবুল ইসলামের তালাকপ্রাপ্তা স্ত্রী ফাইমা খাতুন (৩৬),গাঁড়াডোব গ্রামের আফতাব আলীর মেয়ে রাশিদা খাতুন (২৭), চেংগাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে শহিদুল ইসলাম (১৮),মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম (১৮) ও একই গ্রামের আবুল হাশেমের ছেলে সওদাদ হোসেন (১৭)। এছাড়া আহত অবস্থায় উদ্ধার হয়েছে, ধলা গ্রামের সাদিকুর রহমান সাদীর মেয়ে শিরিনা আকতার (২৫), শালিকা শান্তি খাতুন (২৪),একই উপজেলার নওদাপাড়া গ্রামের আজগর আলীর স্ত্রী আরজিনা খাতুন (২৬)। নিখোঁজদের পরিবারের ও আত্মীয় স্বজনরা জানান, নিখোঁজ নারী পুরুষ সাভারের রানা প¬াজায় অবস্তিত বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। নিখোঁজদের পরিবারের লোকজন তাদের স্বজনদের খুঁেজ পেতে ভবন ধসার দিন থেকে এ পর্যন্ত অপেক্ষা করে আছেন। নিখোঁজ শহিদুলের পিতা ইউনুছ আলী, রবিউল ইসলামের পিতা আব্দুল মজিদের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তারা জানান, তিনদিন যাবৎ ছেলের খোঁজে সাভারে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। ছেলে বেঁচে আছে না মরে গেছে তাও জানিনা। এখন একটাই আশা ছেলে যদি মরেও যায় তার লাশটা যেন পেরত পাই। একই কথা জানান গাড়াডেব গ্রামের আফতাব আলী।